লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উৎসব চলছে। কিন্তু চাহিদার তুলনায় বই কম আসায় ২৫১টি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৬১ হাজার ৮০০ জন শিক্ষার্থীর কাছে এখনও ২ ও ৪ বিষয়ের প্রায় ১ লাখ ৬৫ হাজার ৬৫০টি বই পৌঁছেনি।
বছরের শুরুতে ওই সব বিষয়ের বই না থাকায় বিদ্যালয়ের ক্লাস করতে না পেরে হতাশ কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবক। তবে কর্তৃপক্ষ বলছে কয়েকদিনের মধ্যে সকল বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে।
সোমবার উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪২ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য ২ লাখ ২ হাজার ৮০০ বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু প্রাথমিকের মাত্র ৬৪ হাজার ৪০০ বই পাওয়া গেছে।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ১ বিষয় ও তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র ২টি বিষয়ের বই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষাসহ অনেক বই এখনো শিক্ষার্থীদের কাছে পৌঁছেনি।
অপরদিকে ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য ৩ লাখ ১ হাজার ২০০ বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু মাধ্যমিকে ২ লাখ ৭৪ হাজার ২৫০টি বই পাওয়া গেছে। সব মিলিয়ে চাহিদার তুলনায় এখনো ১ লাখ ৬৫ হাজার ৬৫০টি বই পাওয়া যায়নি। এতে প্রায় ৬২ হাজার শিক্ষার্থী অধিকাংশ বিষয়ের নতুন বই পাওয়া থেকে এখনো বঞ্চিত রয়েছে।
কয়েকজন অভিভাবক বলেন, বছরের শুরুতেই ছেলেমেয়েরা ২ থেকে ৪ বিষয়ের নতুন বই পায়নি। এতে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বাকি বইগুলো বিতরণ করা প্রয়োজন ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা ফেরদৌসি বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে চাহিদা অনুযায়ী বই পেয়ে যাব। বই পেলে শিক্ষার্থীদের নিকট দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম