কিশোরগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নবজাতক চুরির মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), কিশোরগঞ্জ জেলা শাখা প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। আজ বুধবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে চিকিৎসকদের সংগঠনটি দাবি করে, রোগীর গর্ভে একটি বাচ্চাই ছিল। আল্ট্রাসনোগ্রাম রিপোর্টটি ছিল ভুল। তারা এমন ভুল রিপোর্ট দিয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিসত্ত্বর ব্যবস্থা নেবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহাব বাদল। এ সময় সাবেক সভাপতি ডা. দীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক ডা. নৌশাদ খান, ডা. আব্দুল হাই, কোষাধ্যক্ষ ডা. মো. হাফিজুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডিওলজী ও ইমেজিং বিশেষজ্ঞ ডা. মো. হাফিজুর রহমান মাসুদ বলেন, বেসরকারি যে স্বাস্থ্য কেন্দ্রের আল্ট্রাসনোগ্রামে রোগীর যমজ শিশুর রিপোর্ট দেওয়া হয়েছিল, সেটি ভুল ছিল। আসলে ওই নারীর গর্ভে একটি সন্তানই ছিল। এই ভুল রিপোর্টের পরিপ্রেক্ষিতেই চিকিৎসকের বিরুদ্ধে নবজাতক চুরির মামলাটি করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএমএ নেতারা ভুল রিপোর্ট প্রদানকারী চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জের একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে ডা. তৌহিদুর রহমান জয়ের (টি.আর. জয়) সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শামীমা আক্তার নামে এক রোগীর একটি শিশুর জন্ম হয়। অথচ এর আগে একই স্বাস্থ্য কেন্দ্রের আল্ট্রাসনোগ্রামে তার পেটে যমজ শিশু রয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছিল।
এ ব্যাপারে শামীমা আক্তার বাদী হয়ে নবজাতক চুরির দায়ে ডা. টি.আর. জয়ের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ