পটুয়াখালী শহরের পুকুরসহ জলাধার রক্ষা এবং তা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালী এসডিও পুকুর পাড়ে এ কর্মসূচি পালিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি কে এম এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল মোতালেব মোল্লা, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি স.ম দেলোয়ার হোসেন দিলীপ, পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মানস দত্ত, পরিবেশ আইনজীবী অ্যাড. আনোয়ার পারভেজ বক্তব্য রাখেন। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুততার সাথে পৌর শহরের পুকুর ও জলাধার দখলদারদের হাত থেকে উদ্ধার করতে হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ