এক সময়ের প্রমত্তা গর্ভেশরী নদীর তলদেশে চলছে আলু, ফুলকপি, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউপির উপর দিয়ে বয়ে যাওয়া গর্ভেশ্বরী নদীর উপর গাবুড়া সেতুর নিচে বিভিন্ন সবজি ও ফসলের চাষ হচ্ছে। নদী এখন মরা খালে পরিনত। আর খালের পানি দিয়েই চাষাবাদে সেচ দিচ্ছে চাষী। ৩-৪ মাস ছাড়া প্রায় সারা বছরই সেতুর নিচ এলাকায় চাষাবাদ হয়।
গর্ভেশ্বরী নদীর বুকে ফুলকপি চাষ করা চাষী রবিউল ইসলাম জানান, গর্ভেশরী নদী শুকিয়ে গিয়ে উর্বর জমিতে পরিনত। তাই চাষাবাদের উপযোগী। নদীতে পানি না থাকায় এ নদীর তলদেশে এখন চাষ করছি ফুলকপির। আমার এখানে ১০ হাজার ফুলকপি পাবো আশা করছি। এরপর মিষ্টি কুমড়ার চাষ করবো। অনেকে আলু, ফুলকপি, মরিচসহ বিভিন্ন ফসলের চাষ করছে।
উল্লেখ্য, দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা নদী সংস্কারের অভাবে পূণর্ভবা, আত্রাই, ঢেপা, কাঁকড়া, ইছামতি, গর্ভেশ্বরীসহ কয়েকটি নদীর বুকের কয়েক স্থানে চলছে চাষাবাদ।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল