নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার দাবিতে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির ব্যানারে দিনাজপুরে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ছাত্রীকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে মারার চেষ্টার প্রতিবাদে এবং দেশব্যাপী নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এ মানববন্ধন পালন করা হয়।
দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ড. মারুফা বেগম জিনাত রহমান, মহিলা পরিষদের সহ-সভাপতি অর্চনা অধিকারী, আমাদের থিয়েটারের পরিচালক তারেকুজ্জামান তারেক, সংগীত ডিগ্রী কলেজের শিক্ষক বদিউজ্জামান বাদল, কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, মহিলা পরিষদের রুবি আফরোজ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা