সুন্দরবনের পশুর নদীতে ‘এমভি হারদ্দা’ নামে সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে। হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় টিএসপি সারবোঝাই একটি কার্গো ডুবে যায়। এসময় কার্গো থেকে পাঁচজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর