নরসিংদী জজ কোর্টের নিখোঁজ আইনজীবীকে ফেরতের দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী আইনজীবী সমিতি। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিখোঁজ আইজীবী শাহজাহান এতমামদারকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে আইনজীবী মিলনায়তনে প্রেসব্রিফিং করেন আইনজীবীরা।
মানববন্ধন ও প্রেসব্রিফিং এ বক্তারা বলেন, ৪ দিন ধরে প্রবীন আইনজীবী এ্যাড. শাহজাহান এতমামদার নিখোঁজ হয়েছে। থানায় ডায়রি করা হয়েছে। পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো তিনি উদ্ধার হয়নি। অতি দ্রুত আইনজীবী শাজাহানকে উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। অন্যথ্যায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানবন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. তারেক মোহাম্মদ লুৎফর রহমান, প্রবীন আইনজীবী বদ্দরুজা জিল্লু, এ্যাড. বশিরুল কাদের শওকত আলী পাঠান, এ্যাড. আব্দুল মান্নান ভূইয়া, এ্যাড. এম এ আওয়াল প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় সদর উপজেলা মোড়ে নিজ চেম্বার থেকে থেকে চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী নিজ বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। ঘটনায় পরদিন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ আইনজীবীর ছেলে মো. রুপম।
বিডি প্রতিদিন/হিমেল