নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে রাহেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা বেগম উপজেলার ব্রক্ষত্র পার গোপালপুর গ্রামের শুকলাল মিয়ার স্ত্রী। পরে বিক্ষুব্ধ জনগণ ঘাতক বাসটি জব্দ করেছে।
স্থানীয় ইউপি সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, বুধবার সকালে শিবপুর এলাকায় রাহেলা বেগম পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে রাজশাহীগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ লাশ ও আটক বাসটি থানায় নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম