বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৭০টি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও কৃষি কর্মকর্তা মাসুদ হোসাইন পলাশ অনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে দুই ধরণের সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, খরিফ-১/২০১৯-২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ৮৭০ জন কৃষকের মাঝে ৪ হাজার ৩৫০ কেজি বীজ ধান, ১৩.০৫ মেট্রিক টন ডিএপি সার ও ৮.৭ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমান নন্দী, ইউপি চেয়ারম্যান মোর্শেদাা আকতার এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন