ময়মনসিংহের ভালুকায় ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও ভূমি সেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মার নেতৃত্বে উপজেলার নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা ভূমি অফিস কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা বলেন, ‘ভূমি অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, সকলের সহযোগিতায় ভালুকা উপজেলা ভূমি অফিসকে দুর্নীতি ও দালাল মুক্ত করা হবে’।
বিডি প্রতিদিন/এ মজুমদার