নরসিংদীর রায়পুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার ভোররাতে রায়পুরার হাসিমপুর মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের পাহারাদার মসজিদের মাইকে খবর দিলে আশে-পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রায়পুরা ফায়ার সার্ভিস টিম লিডার কাজী নোমান বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটতে পারে বলে ধারণা করছি। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম । তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সরকারি সাহায্য সহযোগীতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন