‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা’ উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। এখানে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহীনুর আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) পরিমল কুমার সরকার ও জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর(আরডিসি) জোহরা সুলতানা যুথি।
অতিরিক্ত জেলা প্রশাসক শাহীনুর আলম জানান, শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভূমি সংক্রান্ত যেকোন তথ্য, খাস জমি বন্দোবস্ত, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য আদান-প্রদান করা হবে। এছাড়া উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে এসব সেবা চালু থাকছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার