মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে মাদকাসক্ত স্বামী।
মঙ্গলবার রাতে রূপগঞ্জের তারাব এলাকায় ঘটে এ ঘটনা।
গৃহবধূ সুরাইয়া আক্তার রুবি জানান, ২৩ বছর আগে তারাব এলাকার ওয়াজেদ আলীর ছেলে নাজমুল করিম ভুঁইয়া দুলালের সঙ্গে তার বিয়ে হয়। শাহরিয়ার করিম রিয়াদ ও ইসরাত জাহান নামে তাদের দুই সন্তান রয়েছে। প্রায়ই মাদক সেবন করে তাকে নির্যাতন করে এবং যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবী করে। নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী কবির ভুঁইয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছে। মঙ্গলবার রাতে নাজমুল করিম ভুঁইয়া দুলাল তার স্ত্রীর ভাড়া বাসায় গিয়ে ফের তিন লাখ টাকার জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভাড়া বাসাতেই বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় গৃহবধূ সুরাইয়া আক্তার রুবি রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নিচ্ছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন