“রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারি” স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে। সকাল ১০টায় সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।
সকালে সদর উপজেলা ভূমি অফিসের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা চত্বরের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন ও মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল ইসলাম মালিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান। সদর উপজেলার ৭টি ইউনিয়ন ভূমি অফিস মেলায় স্টল দিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার