ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে সহজে স্বল্প সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষে বুধবার থেকে বগুড়ায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাত দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌর সভার মেয়র এ্যাড. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলিমুন রাজিব, সহকারী কমিশনার (ভূমি) সদর তমাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
সাত দিনব্যাপী ভূমি মেলায় ই-নাম জারি সংক্রান্ত নাটিকা প্রদর্শন ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহণ করে তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার