পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে এই সভা অনুষ্ঠিত হয়।
সকালে বিএসএফ প্রতিনিধি দল বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদের স্বাগত জানান বিজিবি কর্মকর্তারা। এসময় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন বিজিবি এবং শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী অজিত কুমার বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় অন্যদের মধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিনু নবী চৌধুরী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ, বিএসএফের ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কে উমেশ, ১৫৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী মনিষ চন্দ্র উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ১৮ বিজিবি সূত্র জানায়, সৌহার্দ্যপূর্ন এই বৈঠকে সীমান্তরক্ষীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়। এছাড়া সীমান্তে নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা এবং উভয় দেশের নো ম্যান্স ল্যান্ড (জিরো লাইন) এ বাংলাদেশিদের পাথর উত্তোলন, সীমান্ত চোরাচালান, মাদক, নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ বিষয়েও আলোচনা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বলেন, সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে সীমান্তরক্ষীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম