পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি বিদ্যালয়ের কক্ষে রাতে ছাত্রছাত্রীদের দিয়ে নাচানোয় বিতর্ক শুরু হয়েছে। সোমবার রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়টিতে ওই সময় কোনো অনুষ্ঠান ছিল না। এজন্য স্থানীয়রা তাতে আপত্তি জানান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইনকে খুশি করতে এটা করা হয়েছিল।
গণমাধ্যমকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, কোনো প্রোগ্রাম ছিল না। ওখানকার স্থানীয় বাচ্চা, ওরা নিজেরা একটু করছে। কোনো সমস্যা আছে? স্কুলে রাতের বেলায় কক্ষের মধ্যে হলে সমস্যা কি? বেআইনি কিছু হয়েছে কিনা? আয়োজন আমি করিনি। এটা প্রতিষ্ঠান করছে। প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করেন। প্রতিষ্ঠানের ছেলেপেলে করেছে, আমি ওদের দু-একটা উপদেশ বাণী দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, বিষয়টি শুনে তাৎক্ষণিক ওই আয়োজন বন্ধের জন্য বলেছি, সে অনুযায়ী আয়োজনটি বন্ধ করা হয়। খোঁজ নিয়ে বিস্তারিত জানব।
ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন ও প্রস্তাবিত মৌডুবি ইউনিয়ন আ’লীগের সম্পাদক জহিরুল ইসলাম টুক।
বিডি প্রতিদিন/ফারজানা