‘সময় মত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, জমির মালিকানা নিস্কন্টক রাখুন’। ‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করবো সবাই ই-নামজারী’ স্লোগান নিয়ে বরিশালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বে সার্কিট হাউজ চত্ত্বর থেকে বের হওয়া র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের সার্কিট হাইজ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আহসান হাবীব, বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা এম.জি কবীর ভুলু, এনায়েত হোসেন চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার মনি। এছাড়া জেলার ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার