শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।
উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক উল্লেখ করে লিখিত বক্তব্যে আবু জাফর মিয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষক নির্যাতনের কারখানায় পরিণত হয়েছে। এখানে শিক্ষার কোনো পরিবেশ নেই। এখানে শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারী পরিপন্থী আইন করা হয়েছে।
লিখিত বক্তব্যে আবু জাফর মিয়া বিশ্ববিদ্যালয়ের ৫৮তম সিন্ডিকেটের ৯৫২ নম্বর আলোচ্য সূচী অনুযায়ী গ্রহণ করা সিদ্ধান্ত বাতিল, জেষ্ঠতা অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ, পদোন্নতি ও পদন্নোয়নে অনিয়ম বন্ধ করা, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতা দূর, শিক্ষা ছুটিতে অনিয়ম ও অস্বচ্ছতা দূর করা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ৮টি অনিয়ম উল্লেখ করে এগুলো বন্ধ করার দাবি জানানো হয়।
এই দাবিতে আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন সকাল থেকে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচী ঘোষণা করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন