বাগেরহাটে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে রেশমা আক্তার (১২) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার কচুয়া উপজেলার উত্তর কাকারবিল এলাকার রাস্তায় মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
রেশমা আক্তার কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণী ছাত্রী। সে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দত্তকাঠি গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলামের মেয়ে।
বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর জানান, স্কুলে যাওয়ার পথে কচুয়া উপজেলার উত্তর কাকারবিল এলাকার রাস্তায় পৌঁছালে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হলে রেশমা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। বৃষ্টি থেমে গেলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা স্থানীয় লোকজন স্কুলের পোশাক পরা একটি মেয়েকে পড়ে থাকতে দেখে স্কুলে খবর দেয়। পরে রেশমার সহপাঠিরা তাকে সনাক্ত করে।
দত্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসিবুর রহমান মনি জানান, দরিদ্র ভ্যান চালক সাইফুল ইসলামের ছোট মেয়ে রেশমা পড়ালেখায় খুব মেধাবী ছিল। সে কখনো স্কুল বন্ধ দিত না। বুধবার সকাল নয়টার দিকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে তার মধ্যে পায়ে হেঁটে ছাতা মাথায় দিয়ে রেশমা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর