নাটোরের বাগাতিপাড়া থেকে পিতলের একটি লক্ষ্মী মূর্তি ও শহরের বনবেলঘড়িয়া থেকে ফেন্সিডিল উদ্ধার এবং তিনজনকে আটকের পর প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন ধাতু দিয়ে মূর্তি তৈরী করে স্বর্ণের মূর্তি বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলার চক গোয়াশ গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে আবু সাঈদের বাড়ী থেকে কাপড়ে মোড়ানে অবস্থায় পিতলের একটি লক্ষ্মী মূতি উদ্ধার এবং তাকে আটক করা হয়। অপরদিকে, গতরাতে শহরের বনবেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চারশত পাঁচ বোতল ফেন্সিডিল সহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গোলাম মোস্তফার ছেলে ট্রাক চালক আব্দুল করিম এবং একই এলাকার চালকের সহযোগী জামাল উদ্দিনের ছেলে পিয়ারুল ইসলামকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন