মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্থ সহস্রাধিক শিক্ষার্থী শপথ নিয়েছে। বুধবার ১০ এপ্রিল দুপুর ১টায় বিদ্যালয় চত্ত্বরে তারা ওই শপথ নেয়।
উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ওই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধনী অনুষ্ঠানে এ শপথবাক্য পাঠ করান ইউএনও রুবেল মাহমুদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাংশা ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. জাহিদুল হক মনির প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের একটি কক্ষে ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন ইউএনও রুবেল মাহমুদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর