জেলা প্রশাসকের পরিচয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে মোবাইলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় বুধবার দুপুরে তিনি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ্য করেন, মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে একটি নাম্বার থেকে তার ব্যবহৃত মোবাইলে কল আসে। কল রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি তাকে নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) তন্ময় পরিচয় দিয়ে অকথ্যভাষায় গালাগালি, কথাবার্তা ও হুমকি প্রদান করেন। পরে বিষয়টি সন্দেহজনক হলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলে কলটি কেটে দেওয়া হয়। পরবর্তীতে তিনি বিষয়টি নোয়াখালী জেলা প্রশাসককে জানান এবং আজ থানায় লিখিত অভিযোগ করেন।
এঘটনায় জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ নিন্দার ঝড় উঠে।
এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াখালী জেলা প্রশাসককে (ডিসি) জানানো উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
জেলা প্রশাসক তন্ময় দাস ফেইসবুকে লিখেছেন: একটি জরুরি সর্তক বার্তা! কে বা কাহারা জেলা প্রশাসক, নোয়াখালীর নামে বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছেন। দয়া করে তাকে চিনতে পারলে আইনের হাতে সোপর্দ করুন। এই নম্বরটি চিনে রাখুন ০১৩০৬৯৮২০৩৭। দয়া করে প্রতারিত হবেন না। তাছাড়া জেলা প্রশাসক, নোয়াখালীর সরকারি নম্বরটিও ক্লোন করে এ ধরনের অর্থ বা সাহায্য চাইতে পারে। এ ব্যাপারেও সর্তক থাকতে এবং বার্তাটি শেয়ার করতে অনুরোধ করছি।।
বিডি প্রতিদিন/ফারজানা