বগুড়ার শেরপুর উপজেলায় চরমপন্থী দলের সদস্যদের গুলিতে থানার এএসআই নান্নু মিয়া আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার হোসেন বাদী হয়ে একই থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হবার পর থেকেই অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার দিনভর থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ উপজেলার ভবানীপুর ইউনিয়ন জুড়ে অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
গত সোমবার ৮ এপ্রিল গভীর রাতে টহল পুলিশের উপর চরমপন্থী দলের সদস্যদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া ডান পায়ে গুলিবিদ্ধ হন। এদিকে, গুলিতে আহত পুলিশ কর্মকর্তা নান্নু মিয়ার হাটুর হাড়ঁ ভেঙে গেছে। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার গুলিবিদ্ধ ডান পা কেটে ফেলা হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এএসআই নান্নু মিয়ার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আহত নান্নুকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। পা কেটে ফেলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার