তুচ্ছ ঘটনার জের ধরে মাদারীপুরের কালকিনিতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৯টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূর্ব শিকারমঙ্গল এলাকার সামসু সরদার জোরপুর্বকভাবে তার মোটারসাইকেল নিয়ে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়ির উপর দিয়ে চালিয়ে যায়। এসময় তাকে বাড়ির উপর দিয়ে অবৈধভাবে মোটারসাইকেল না চালানোর জন্য মানা করেন আনোয়ারের চাচা ফজলু বেপারী। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায় এ নিয়ে দুই পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি ৯টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায়। এতে রুহুল আমিন বেপারী(২৫), জুলহাস হাওলাদার(২৬), ইলিয়াশ সরদার(৪০), মুজাহার হাওলাদার(৪০), জসিম বেপারী(৩৫), জিহাদ(১৬), উজ্জল(১৮), হাচান সরদার(২০), সাইমুন(২০), বারেক সরদার(৪০) ও মাসুমসহ(৩২) কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আনোয়ার হোসেন বলেন, সামসু আমার বাড়ির উপর দিয়ে জোরপুর্বকভাকে গাড়িয়ে চালিয়ে যায়। আমি তাতে বাধা দিলে সে আমাগো উপর হামলা চালিয়েছে। আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি।
সামচু সরদার বলেন, আমি কোন হামলা করিনি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এই মাড়ামাড়ি হয়েছে। তবে ঘটনাস্থলেই পুলিশ মোতায়ন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর