বরিশালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বিষয়ক রেডিও অপারেটরদের ওয়্যারলেস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। নগরীর বিডিএস হলরুমে বুধবার সকাল ১১ টায় এই প্রশিক্ষনের আয়োজন করে উপকূলীয় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালক (অপারেশন) নূর ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আঞ্চলিক উপ-পরিচালক মো. আব্দুর রশীদ এবং উপ-পরিচালক (প্রশাসন) মো. হাসানুল আমিন।
কর্মশালায় বরিশাল ও বরগুনা জেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সদস্যদরা অংশগ্রহন করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার