বরিশালে সমাজ সেবা বিভাগের আয়োজনে ক্ষুদ্রঋণ, ভাতা এবং সামাজিক কার্যক্রম ব্যবস্থাপনা শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন হয়েছে। বুধবার সকালে সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে বিভাগের এই প্রশিক্ষন কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবদুর রশীদ খান ও প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। ৬ এপ্রিল শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক।
ক্ষুদ্রঋণ, ভাতা এবং সামাজিক কার্যক্রম ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ে কর্মরত ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন, পৌর সমাজকর্মী ও কারিগরি প্রশিক্ষক পদে কর্মরত কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার