আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা জামায়াত করে তারা স্বাধীন বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বাস করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের স্মরণ সভায় বুধবার বিকালে বগুড়া শহরের জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্মরণ সভায় সভাপত্বিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান, কেন্দীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বার সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান, গাইবান্ধা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জায়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছোলায়মান আলী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ বগুড়া জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার