টেকনাফে ৩ মাদক বিক্রেতা ও সেবনকারীকে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। তারা হলেন পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার কালা মিয়ার ছেলে মো. ইসলাম (৩৮), অলিয়াবাদ এলাকার মৃত লোকমানের ছেলে মো. ইসমাইল প্রকাশ মুন্না (৩৫), সদরের গোদারবিল এলাকার মো. আলম (৪৩)।
জানা যায়, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইসলাম, নতুন পল্লান পাড়া ও অলিয়াবাদ থেকে মো. আলম (৪৩) ও মো ইসমাইল প্রকাশ মুন্না (৩৫) নামের ৩ মাদক বিক্রেতা ও সেবনকারীকে ইয়াবাসহ হাতেনাতে আটট করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা প্রনয় চাকমা তাদের প্রত্যেককে ১ বছরের সাজা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৯/মাহবুব