ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই বন্ধু।
রবিবার রাতে সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সায়মন (২৩)। আহতরা হলেন, রানা (২৪) ও সিয়াম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুতর আহত হন। তাদেরকে আশুগঞ্জ মেডিল্যাব ও ডে-নাইট হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে রানা ও সিয়ামকে ঢাকায় পাঠানো হয়।
আর সায়মনকে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর রায়পুরা উপজেলার বারৈচা নামক স্থানে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড় দেওয়ানপাড়া থেকে আশুগঞ্জের মেঘনা নদীর তীরে বৈশাখী মেলা দেখতে যাওয়ার পথে এ হতাহতের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/কালাম