চট্টগ্রামে ইসলামী ব্যাংকের নির্মাণাধীন ভবনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পাহাড়তলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম লক্ষ্মীপুুুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালিয়া গ্রামের মাওলানা মো. আলীর বাড়ির জয়নাল আবেদিনের পুত্র।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের একটি আবাসিক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জসিম। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল