২১ আগস্ট, ২০১৯ ১৯:০১

বগুড়ায় মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন ও মশা নিধনে ওষুধ ছিটানো হয়েছে। বুধবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা থেকে বিভিন্ন এলাকায় মশা নিধনে ওষুধগুলো ছিটানো হয়। 

বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় পরিস্কার পরিচ্ছন্ন ও মশা নিধন কার্যক্রমের উদ্বোাধন করেন জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক। বগুড়া সদর থানা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, বগুড়া পৌরসভার নির্বাহি প্রকৌশলী আবু হেনা মো. মোস্তাফা কামাল, নির্বাহি ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম, পৌর সভার সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা। এ কার্যক্রম বগুড়া পৌরসভার সকল ওয়ার্ডে সুষ্ঠভাবে পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর