সাভারের বনগাও ইউনিয়নের কোন্ডা গ্রামের বাসিন্দা শিক্ষানবিশ আইনজীবি আবির হোসেন (২৫)ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই সপ্তাহ পূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে প্রথমে রাজধানীর কল্যানপুরে ইবনে সিনা হাসপাতালে পরে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতাল এবং সর্বশেষ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি করা হয়।
সোহরাওয়ার্দ্দী হাসপাতালে তার অবস্থার অবনতি হলে গত ২দিন পূর্বে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।
আবির হোসেনের পিতা আবদুল্লাহ আল মামুন ব্যবসায়ি ও বনগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে মৃত শিক্ষানবিশ আইনজীবি আবির হোসেনের প্রতিবেশী আমির হোসেন জানান, কিছুদিন পর আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী নেয়ার জন্য আবির হোসেনের লন্ডন যাওয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ