বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পুরাতন ষ্টেডিয়ামের সামনে সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিষ্টি, আল মারুফ, মো. সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় দেবনাথ ও ঝালকাঠি টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী স্কাউটার মো. জুবায়ের হাসান, মো. সিরাজুল ইসলাম, আশিকুল ইসলাম সাগর, আরিফ সাগর, কাওছার মাহমুদ, আল মারুফ আরো অনেকে। মানববন্ধওে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সমর্থন জানিয়েছেন। এসময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে আবরার হত্যা প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচারের দাবি করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা আবরার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার