১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১৫

নাটোরে ষাঁড় প্রদর্শনী অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

নাটোরে ষাঁড় প্রদর্শনী অনুষ্ঠিত

নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে ষাঁড়ের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক গবাদী পশু পালনকারীরা তাদের ষাঁড় নিয়ে হাজিন হন প্রদর্শনীতে। এসময় আশপাশের অনেক এলাকা থেকে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ষাঁড় দেখতে ভিড় করেন প্রদর্শনীতে।

স্বাস্থ্যসম্মত নিরাপদ পদ্ধতিতে গবাদি পশু উৎপাদন করে দেশের গো-মাংশের চাহিদা পূরণের লক্ষ্যে জেলা প্রাণী সম্পদ দফতর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ষাঁড় প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, ডা.ইমরান হাসান, সালাউদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন পাঠানসহ আয়োজনকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেরা ৫ ষাঁড় নির্বাচন করে তার মালিকদের পুরস্কার প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর