২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২২:০৮

ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬ রোহিঙ্গা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে।

বুধবার রাতে হোয়াইক্যং শাপলাপুর সড়কের পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন, নজির হোসেনের মেয়ে সানজিদা(২২), তার ভাই মোঃ ইউনুছ(১৯), ফায়েজের ছেলে জাফর আলম(২৩), ওসমান গনির মেয়ে রেহেনা(১৮), মৃত ইউসুফের ছেলে আমান উল্লাহ(২০) ও আমান উল্লাহর মেয়ে সেতারা বেগম(২১)। এরা সবাই উখিয়া জামতলী, বালুখালী ও কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।  

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী।

তিনি বলেন, একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য শাপলাপুর সড়কের পাশে জমায়েত করা হয়েছে। ওই সংবাদে রাতেই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে নৌকার জন্য অপেক্ষামান ৬জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর