’৭১ এর ১০ মার্চ মহান মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রাক্কালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ফরিদপুরে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছিলো। এদিনেই ফরিদপুরের গুরুত্বপূর্ণ সরকারী অফিস ও ভবনে জীবনের মায়া ত্যাগ করে বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা উড়ায়। দিবসটিকে স্মরণীয় করে রাখতে ফরিদপুরে পালিত হয়েছে পতাকা উত্তোলন দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার আলিমুজ্জামান হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাগণ এতে অংশ নেন। দিবসটি উপলক্ষে দলমত নির্বিশেষে ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা যুদ্ধকালীন ডেপুটি লিডার ও বিএলএফ এর ফিল্ড কমান্ডার, স্বাধিন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন অন্যতম শীর্ষ নেতা ও রুকসুর তৎকালীন ভিপি শাহ মোহাম্মদ আবু জাফর। ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব বাহিনীর কমান্ডার ও রুকসুর তৎকালীন জিএস বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুরের সাবেক কমান্ডার মো. আবুল ফয়েজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গুলজার দুলাল, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন আহমেদ খোকন প্রমুখ।
আলোচনা সভার আগে স্বাধীন বাংলার মানচিত্র পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্বাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় আলোচনা সভা। প্রসঙ্গত, তৎকালে রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদ (রুকসু) ভিপি, জিএস ও ছাত্রলীগের শীর্ষ নেতৃৃবন্দকে নিয়ে গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। পাশাপাশি ছিলো স্বেচ্ছাসেবক দল।
বিডি প্রতিদিন/এ মজুমদার