দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ফের আইনি জটিলতায় পড়েছেন। তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলা উপভোক্তা কমিশন তাঁর নামে আইনি নোটিশ জারি করেছে একটি রিয়েল এস্টেট সংস্থার হয়ে প্রচার চালানোর কারণে।
ডেকান ক্রনিকল ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হায়দরাবাদের এক চিকিৎসক অভিযোগ করেছেন, অস্তিত্বহীন একটি প্লটের জন্য ৩৪.৮ লক্ষ টাকা দিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে সাই সূর্য ডেভেলপার্স ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ক্রেতাদের বিভ্রান্ত করতে প্রচারে সহায়তা করেছেন মহেশ বাবু। তৃতীয় উত্তরপ্রদাতা হিসেবে তাঁর নাম মামলায় উল্লেখ রয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেতা কিংবা তাঁর টিম।
এ বছরের এপ্রিল মাসে এই সংস্থা ও সুরানা গ্রুপের বিরুদ্ধে আর্থিক তছরুপের ঘটনায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) মহেশকে জিজ্ঞাসাবাদ করে। সাই সূর্য ডেভেলপার্সের গ্রিন মিডোস প্রকল্পে বিলম্ব ও প্রতারণার অভিযোগে মামলার সূত্রপাত। ওই সময় জানা যায়, মহেশ বাবুকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ৫.৯ কোটি টাকা দেওয়া হয়েছিল।
তবে পিটিআই সূত্রে জানা গেছে, মহেশ বাবু অভিযুক্ত নন এবং তদন্তকারী সংস্থার ধারণা, তিনি প্রকল্প সম্পর্কে না জেনেই এতে যুক্ত হয়েছিলেন।
মহেশ বাবুকে সর্বশেষ দেখা গেছে ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত গুন্টুর কারাম ছবিতে। যেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রকাশ রাজ, রাম্যা কৃষ্ণন এবং শ্রীলীলা। বর্তমানে তিনি এস. এস. রাজামৌলীর অ্যাডভেঞ্চারধর্মী নতুন ছবি এসএসএমবি ২৯ নিয়ে কাজ করছেন। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনও আছেন।
বিডি প্রতিদিন/আশিক