বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৪ জন।
সোমবার (৭ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া দু’জন হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ. ছালামের মেয়ে ছনিয়া (২৮) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে মো. সাইফুল (৩৫)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বরগুনায় ৬ জন এবং পটুয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৫,৭১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫,২৮০ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২২ জন।
বরগুনা জেলায় এ সময়ের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ৩,৪৪৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩,২৩১ জন এবং এখনো চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় নতুন করে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৩ জন।
বিডি প্রতিদিন/মুসা