বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১৫০ জন রোগী ভর্তি হয়েছেন; একই সময়ে বরিশাল শের‑ই‑বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝুমুর বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামের বাসিন্দা আবু সালেহ’র স্ত্রী। এ নিয়ে বিভাগীয় পর্যায়ে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩জনে—এর মধ্যে শের‑ই‑বাংলা মেডিক্যালে ৬ জন, বরগুনায় ৬ জন এবং পটুয়াখালীতে ১ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (সর্বশেষ হিসাব) পর্যন্ত বরিশাল বিভাগের দুটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সব জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৫,২০৯ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪,৭২১ জন, বর্তমানে চিকিৎসাধীন ৪৭৫ জন।
হাসপাতালে বর্তমান রোগী–ছাড়পত্রের চিত্র
বরগুনা জেলা হাসপাতালগুলো: ভর্তি ৩,১২৬ জন; ছাড়পত্র ২,৮৮৪; চিকিৎসাধীন ২৩৬
বরিশাল শের‑ই‑বাংলা মেডিক্যাল: ভর্তি ৭৬১; ছাড়পত্র ৬৬৪; চিকিৎসাধীন ৯১
পটুয়াখালীর বিভিন্ন হাসপাতাল: ভর্তি ৪৭১; ছাড়পত্র ৪১০; চিকিৎসাধীন ৬১
পটুয়াখালী মেডিক্যাল কলেজ: ভর্তি ১৮৪; ছাড়পত্র ১৬৫; চিকিৎসাধীন ১৯
বরিশাল জেলার হাসপাতালগুলো: ভর্তি ৩২২; ছাড়পত্র ২৯০; চিকিৎসাধীন ৩২
পিরোজপুর জেলার হাসপাতালগুলো: ভর্তি ২১৩; ছাড়পত্র ১৮৭; চিকিৎসাধীন ২৬
ভোলা জেলা হাসপাতাল: ভর্তি ৭৮; ছাড়পত্র ৭৩; চিকিৎসাধীন ৫
ঝালকাঠি জেলা হাসপাতাল: ভর্তি ৫৪; ছাড়পত্র ৪৮; চিকিৎসাধীন ৬
বিডি প্রতিদিন/আশিক