প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ‘আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব (এবিপিসি)’ গত ৫ জুলাই (শনিবার) আয়োজন করে এক প্রাণবন্ত বনভোজনের। নিউইয়র্ক সিটির সন্নিকটে লং আইল্যান্ডের মনোরম হেকসেয়ার স্টেট পার্কে আয়োজিত এই বনভোজনে শতাধিক প্রবাসী, সাংবাদিক, পরিবার-পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে এবারের বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল রামদাস ঘরামির হাতে রান্না করা খাসির মাংস। যা সকল অতিথির জন্য ছিল এক অতুলনীয় ভোজ। ক্লাবের সদস্যরাও রান্না ও সার্বিক আয়োজন সফল করতে সক্রিয় সহযোগিতা করেছেন।
সকাল শুরু হয় হালকা নাস্তা দিয়ে। তীব্র গরমে উপস্থিত সবাইকে ঠান্ডা রাখতে সারাদিনব্যাপী তরমুজ সরবরাহ করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। ছোটদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের বল নিক্ষেপসহ সব আয়োজনেই ছিল প্রাণের ছোঁয়া। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফারুক ও যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আজিম, ফাহাদ সোলায়মান, কাজী আশরাফ হোসেন নয়ন, দুলাল বেহেদু, হারুন ভ’ইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং মোহাম্মদ আলী।
দুপুরের খাবারের পর শুরু হয় প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুবের একক সঙ্গীত পরিবেশনা। এসময় অতিথিদের মধ্য থেকে এটর্নি মঈন চৌধুরীসহ কয়েকজনও গলায় গলা মেলান।
র্যাফেল ড্র ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যেখানে প্রতিটি টিকিট ছিল মাত্র ৫ ডলার। প্রচার সম্পাদক আনিসুর রহমানের দক্ষ প্রচারণায় এই অংশটি বেশ সফল হয়। বিকেলের জলখাবারে মুড়ি-ভর্তা ও আম ভর্তা সবাইকে মাতিয়ে তোলে।
বনভোজনে ক্লাবের সদস্য-কর্মকর্তাগণের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য লাবলু আনসার, অনিক রাজ, অজিত ভৌমিক, রাজুব ভৌমিক, নুরুন্নাহার নিশা, আলমগীর কবির, সৌমিক প্রমুখ।
বিনোদনমূলক খেলাধূলায় বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কিশোর-কিশোরীদের দৌড় প্রতিযোগিতায় প্রথম শাহ মেহরাজ, দ্বিতীয় ওহি ইহান এবং তৃতীয় পুরস্কার পেয়েছে আলিশা খান। ছোট্টমণিদের দৌড়ে প্রথম জারিয়ান, দ্বিতীয় উরিশা এবং তৃতীয় পুরস্কার পেয়েছে শাহ মেহরাব। পুরুষের বল নিক্ষেপে প্রথম রাকিব, দ্বিতীয় ইমন মারুয়ান এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন শাহ ফারুক। নারীদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম শাহনাজ শিরিন, দ্বিতীয় মুনিয়া আফরোজ এবং তৃতীয় হয়েছেন রাত্রি সাহা।
বিডি প্রতিদিন/মুসা