ভুয়া তথ্য ও প্রবাসীদের সঙ্গে প্রতারণা প্রতিরোধে প্রবাসী সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে আব্বাসিয়ার মোজাম্মার এলাকায় স্কাইট্যাচ ট্রাভেল এজেন্সির মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন। সভা সঞ্চালনায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু মিয়া।
সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের মাঝে প্রতিনিয়ত ভুয়া তথ্য, ভিসা জালিয়াতি, ‘ফ্রি আকামা’ প্রলোভন, ইউরোপ পাঠানোর ভুয়া প্রতিশ্রুতি এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়িয়ে প্রতারণা করা হচ্ছে। এসব প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সচেতনতা বৃদ্ধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে মঈন উদ্দিন সরকার সুমন বলেন, “প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের তথ্যভিত্তিক ও যাচাই করা প্রতিবেদন খুবই জরুরি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে অনেক প্রবাসীকে প্রতারণার হাত থেকে বাঁচানো সম্ভব।” তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন মোকাবেলায় সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, সহসভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, প্রবাস বাংলার সম্পাদক আ ক ম আজাদ এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
আলোচনা শেষে কুয়েতে অবস্থানরত বাংলাদেশ প্রেসক্লাবের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হাওলাদারের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে প্রয়াত সাংবাদিক শরিফ মিজান এবং মো. ইয়াকুবের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান পলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দীন খোকন, গাজী টিভির প্রতিনিধি আলাল আহমদ, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি এইচ এম এরশাদ ও স্কাই ট্যাচ ট্রাভেল এজেন্সির কর্মকর্তা মহসিন প্রমুখ।
এ সভার মধ্য দিয়ে প্রবাসী সাংবাদিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকাই হতে পারে ভুয়া তথ্য ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ—এই বার্তাই উঠে আসে আলোচনায়।
বিডি প্রতিদিন/হিমেল