অস্ট্রেলিয়ার সিডনিতে ‘জুলাই সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। “খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি চাই”-এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনির বাংলা পাড়া ল্যাকেম্বা।
‘জুলাই সাপোর্ট অস্ট্রেলিয়া’র উদ্যোগে আয়োজিত জুলাই সমাবেশে অংশ নেন হাজারো প্রবাসী বাংলাদেশি। সিডনির মাকসুদা ফুডের সামনে এ উপলক্ষে জড়ো হতে থাকেন প্রবাসীরা। পুলিশ সড়ক বন্ধ করে সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি আরিফুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এন এম মাসুম, সুপ্রভাত সিডনি সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ, ড্যানিয়েল নাহিয়ান, হাবিব, অপু প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ (শাটডাউন) করে আন্দোলনকে বেগবান করেন।” এসময় প্রবাসী দিবস ঘোষণার দাবিও জানান তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ