বেইজিংয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিশ্বমানবসদৃশ রোবট গেমস- ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। তিন দিনব্যাপী এই রোবটিক্স উৎসবকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ‘রোবট অলিম্পিকস’ নামে অভিহিত করছে।
শুক্রবার শুরু হওয়া এই ব্যতিক্রমী আয়োজন শেষ হয়েছে রবিবার।
উৎসবের আকর্ষণ হিসেবে ছিল- ফুটবল, টেবিল টেনিস, কিক-বক্সিং, এমনকি ১৫০০ মিটার দৌড়ও! রোবটগুলোর ক্রীড়ায় অংশ নেওয়ার পাশাপাশি, বিভিন্ন জায়গায় পড়ে যাওয়া বা বিশ্রামের প্রয়োজন পড়লে মানুষই তাদের সাহায্য করছে। এক সময়ের অলিম্পিকে যেখানে মানুষকে সাহায্য করত রোবট, এবার উল্টো চিত্র।
ভিডিও ফুটেজে দেখা যায়- ট্র্যাকে দৌড়াচ্ছে রোবট, কেউ আবার একে অপরের ওপর আছড়ে পড়ছে ফুটবলের মাঠে। ১৫০০ মিটার দৌড়ে একটি রোবট হঠাৎ পড়ে গেলে একজন মানুষের সহায়তায় আবার উঠে দৌড়াতে শুরু করে সে। এসবই চলেছে গ্যালারিভর্তি দর্শকের সামনে। দর্শকদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ১৭.৮৩ ডলার থেকে শুরু করে ৮০.৭৭ ডলার পর্যন্ত।
রয়টার্স জানায়, এই গেমসে অংশ নিয়েছে ১৬টি দেশের মোট ২৮০টি দল। তাদের মধ্যে রয়েছে ১৯২টি বিশ্ববিদ্যালয় এবং ৮৮টি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান। জার্মানির HTWK Robots নামের একটি দলের প্রতিনিধি ম্যাক্স পল্টার বলেন,'আমরা এখানে খেলতে ও জিততে এসেছি, তবে গবেষণার দিকেই আমাদের মূল আগ্রহ।'
আয়োজকদের মতে, এই আয়োজন কেবল ক্রীড়ার জন্য নয়, বরং রোবট উন্নয়নের জন্য তথ্য সংগ্রহেরও বড় সুযোগ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এখান থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে আরও দক্ষ ও কার্যকর রোবট তৈরি করতে পারবে।
রোবোটিক্সে নেতৃত্ব নিতে চীন ইতিমধ্যে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানবসম্পদের ঘাটতি পূরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে থাকার লক্ষ্যেই রোবটের উন্নয়নে জোর দিচ্ছে দেশটি।
বিডি প্রতিদিন/মুসা