ইরানের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দেয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসি'র কুদস ফোর্স দুটি সন্ত্রাসী দলকে নির্মূল করে ১২ জনকে হত্যা করেছে। রবিবার আইআরজিসি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।
আইআরজিসি কুদস ফোর্সের সদস্যরা গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় প্রদেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করে। এতে সন্ত্রাসীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৬ জন সন্ত্রাসী নিহত হয়। এ সময় আরও দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, চাবাহার শহরে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে ২৫ কেজি বিস্ফোরক, বোমা, ডেটোনেটর, রিমোট কন্ট্রোল, ফিউজ তার, ওয়াকি-টকি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এদিকে, সিস্তান ও বেলুচিস্তানের উত্তরাঞ্চলে আরেকটি অভিযানে আরও ৬ জন সশস্ত্র সন্ত্রাসীকে তাদের আস্তানা থেকে আটক করা হয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে তাকফিরি সন্ত্রাসী ও মাদক চোরাকারবারিদের প্রধান লক্ষ্যবস্তু।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল