জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আবেদনের শুনানি পিছিয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।
গতকাল বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য নির্ধারিত ছিল। কিন্তু সাবেক প্রধান বিচারপতির আইনজীবী জাহাঙ্গীর হোসেন সেলিম শুনানি পেছানোর আরজি জানিয়ে বলেন, আসছে অবকাশ ছুটির এক সপ্তাহ পর আবেদনটি শুনানির জন্য রাখা হোক। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এ নিয়ে আপত্তি না জানালে আদালত আবেদন মঞ্জুর করেন। ১১ আগস্ট এই আবেদনের শুনানি নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে এজলাস কক্ষে তুমুল হট্টগোল হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বে-আইনিভাবে রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৩০ জুলাই শাহবাগ থানার এই মামলায় এ বি এম খায়রুল হককে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে দেন ঢাকার একটি আদালত। জিজ্ঞাসাবাদ শেষে ৭ আগস্ট তাকে ফের আদালতে তোলা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ফের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি হাই কোর্টে এ মামলা বাতিল চাওয়ার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।