উত্তর আমেরিকায় প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন নিউইয়র্কের ‘বাংলাদেশ সোসাইটি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে এনআইডি কার্ড প্রদানের মধ্য দিয়ে গত শুক্রবার যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, এনআইডি কার্ডধারীরা প্রবাসে থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে তারা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও পাবেন না। কার্ডধারীরা শুধু ডাকযোগে ভোট দিতে পারবেন। সিনিয়র সচিব আরও জানান, বাংলাদেশের পাসপোর্টধারী এবং আমেরিকায় জন্মগ্রহণকারী ১৮ বছরের অধিক বয়সি (২০০৮ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারী) সন্তানরাও পাবেন এনআইডি (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড)। আবেদনের সময় জন্মগত সার্টিফিকেটের (১৭ ডিজিট ক্রমিকের) কপি অথবা নম্বর এবং বাংলাদেশি পাসপোর্টের কপি জমা দিতে হবে। পাসপোর্টের নাম, জন্ম তারিখ এবং বার্থ সার্টিফিকেটের নাম ও জন্ম তারিখে গরমিল হলে চলবে না। এরই মধ্যে যারা বাংলাদেশে এনআইডির জন্য আবেদন করেছেন তারা এখান থেকে কোনো সুযোগ পাবেন না, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন হবে না। নিউইয়র্ক থেকে শুধু নয়া এনআইডি কার্ড ইস্যু করা হবে। তিনি উল্লেখ করেন, শিগগিরই ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট থেকেও এনআইডি ইস্যু করা হবে। প্রবাসীরা অনলাইন পোর্টালের (https://services.nidw.gov.bd) মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র এবং বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।