রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটি বলেছে, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালী রেললাইনের পাশেই ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ৪৭ মিটিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করেন। ওই সময় আশপাশে আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।