যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ বলেছেন, ‘যুদ্ধ নিয়ে কাজ করাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একমাত্র কাজ। সুতরাং প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ঢিলেমি কিংবা সমঝোতার অবকাশ নেই। আমরা শান্তির জন্যই যুদ্ধ চাই।’ স্থানীয় সময় গত মঙ্গলবার ভার্জিনিয়ার কুয়ানটিকো ক্যান্টনমেন্টে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে সায় মেলান।
প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ আরও বলেন, ‘আমরা যুদ্ধ চাই বলেই সব প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছি-এটা ঠিক নয়। এখানে যারা আছি তারা কেউই যুদ্ধ চাই না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানকে ভালোবাসী বলেই এমন প্রস্তুতির কথা বলছি। কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য শত্রুদের সমুচিত শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি চলবে না। তাই যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে (সেনাবাহিনীকে) সবসময় তৈরি থাকতে হবে।’