চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দীন (২৬) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বেণীপুর গ্রামসংলগ্ন শূন্যরেখা থেকে তাকে নিয়ে যান বিএসএফ সদস্যরা। বদর বেণীপুর গ্রামের আবদুল করিমের ছেলে।
বদরের বাবা বলেন, ‘সকালে গ্রামের লোকজনের কাছে জানতে পারি আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে খবর আসে তাকে মেরে ফেলা হয়েছে। পরে জানতে পারি জীবিত আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি তাকে যেন দ্রুত ফিরিয়ে আনা হয়। আমার ছেলে পেশায় গরুর ব্যাপারী।’
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ‘গতকাল সকালে বদরসহ কয়েকজন সীমান্তের তারের বেড়া কাটার চেষ্টা করছিল। এ সময় তাকে বিএসএফ সদস্যরা আটক করেন। তাকে ফিরিয়ে আনার জন্য বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।’